Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৯নং কান্দি ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম, আপনার শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন। নিয়মিত ইউপি কর পরিশোধ করুন। “ধন্যবাদ”


উপ-সহকারী কৃষি কর্মকর্তা

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষিই এই কান্দি  ইউনিয়ন এর আর্থ সামাজিক উন্নয়নের মূল অংশ। তাই এই কৃষি ভিত্তিক কার্যক্রম সাধারন মানুষের হাতের নাগালের মধ্যে নেয়ার জন্য ২০০০ সালে কান্দি ইউনিয়ন এর কমপ্লেক্স ভবনের নীচ তলায় ৪ নং কক্ষে অফিসটি অবস্থিত। আসুন সেবা নিন ভাল থাকুন।

 

কি কি সেবা পাবেনঃ-

 

সরাসরি কৃষি বিষয়ক পরামর্শ। 
 ফসল সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ সেবা।
ফসলের রোগ বালাই ও কীটনাশক প্রয়োগ সম্পর্কিত তথ্য।
 সঠিকমাত্রায় সার প্রয়োগ সম্পর্কিত পরামর্শ।
 নতুন নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কিত তথ্য।
 বিভিন্ন সার ও কীটনাশকের নিকটস্থ প্রাপ্তিস্থান।
 কৃষি পণ্য ও উপকরণ সম্পর্কিত বাজারদর।
 কৃষি বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ঠিকানা।
 বিভিন্ন ফসলের বিস্তারিত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তথ্য।
পরিবেশ বান্ধব উৎপাদন কৌশল সম্পর্কিত পরামর্শ।
 অন্যান্য তথ্য যেমন:

  • পোল্ট্রি ফার্ম
  • মাছের খামার
  • গবাদীপশু

 

সিটিজেন চার্টারঃ-

সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
    কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া
    কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
    চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
    সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা
    কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন
    সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
    উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
    সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
    সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
    পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান
    কৃষি বাণিজ্যিকী করন
    কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার

 

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহঃ-

 

গুরুত্বপূর্ন প্রকল্প সমুহঃ ১। আইসিএম প্রকল্পঃ এ প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কৃষক মাঠ স্কুলের মাধ্যমে ফসল উৎপাদনে সমন্বিত ব্যবস্থাপনা শেখানো হয় এবং কৃষক সংহঠন তৈরী করা হয়।  ২। আইপি এম প্রকল্প (২য় পর্যায়)ঃ ২০১০-১১ হইতে অদ্যবধি চলমান। এ প্রকল্পের মাধ্যমে কৃষক মাঠ স্কুলে কৃষকদের কে ফসলের ক্ষতি কারক পোকা দমনে সমন্বিত দমন পদ্ধতি শেখানো হয় ও কৃষক সংগঠন তৈরীতে সহায়তা করা হয়।  ৩। এনএটিপি প্রকল্পঃ ২০০৯-১০ হইতে অদ্যবধি চলমান। এ প্রকল্পের মাধ্যমে সিআইজ দল গঠন করে চাহিদা ভিত্তিক নতুন নতুন কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারন করা হয়।  ৪। জিআরএআরডিপি প্রকল্পঃ এনজিও এর মাধ্যমে তৈরীকৃত কৃষক দল কে উচ্চ মুল্যের ফসল উৎপাদন প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনায় সহায়তার করা হয়।  ৫। চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পঃ চলমান প্রকল্পের মাধ্যমে চাষী পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা হয়।  ৬। BSMRAU-Cornell FFP Project: ২০১০-১১ থেকে চলমান। এ প্রকল্পের মাধ্যমে মাটির অম্লত্ব দুর করার জন্য ডলোচুন প্রয়োগে কৃষকদের সচেতন করা হয়। 

কর্মকর্তা বৃন্দঃ-

নাম

কে, এ, এম মশিউর রহমান সরকার

পদবী

উপ-সহকারী কৃষি অফিসার

ফোন

০১৭১৩-৭৬৪৭৭৫

ইমেইল

 

২।

নাম

মোঃ আঃ জলিল প্রামানিক

 

পদবী

উপ-সহকারী কৃষি অফিসার

ফোন

০১৭১১২৩১১৫৭

ইমেইল

 

যোগাযোগঃ-

০১৭১৩-৭৬৪৭৭৫ / ০১৭১১-২৩১১৫৭

উপ সহকারী কৃষি কর্মকর্তার অফিস

কান্দি ইউনিয়ন কমপ্লেক্স ( ব্লক অফিস)

কান্দির হাট, পীরগাছা, রংপুর।