কান্দি ইউনিয়নের একটি অপার সম্ভাবনার পর্যটন শিল্পের নাম মাষাণকুড়া নদ। প্রায় ১২৫ একর এলাকা জুড়ে বিস্তৃত এই নদটি কান্দিরহাটের পূর্বপার্শ্বে অবস্থিত। ইতিহাসের পাতায় মাষাণকুড়ার তেমন ইতিহাস চোখে না পড়লেও, এই নদকে ঘিরে হিন্দু স¤প্রদায়ের পাপ মোচনের জন্য অষ্টমীর সড়বান এবং বারুণী মেলার ইতিহাস কিন্তু যুগ যুগ ধরেই বিরাজমান।
প্রতিবছর কান্দি ইউনিয়নের মাষাণকুড়া নদের তীরে
সনাতন ধর্মালম্বীদের এই অষ্টমীর সড়বান ও বারুণী মেলায়
পাপ মোচনে পূণ্য সড়বানের জন্য আশেপাশের এলাকা
থেকে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। এছাড়া
সংসারের নিত্যপ্রয়োজনীয় ‣তজসপত্র ও আসবাবপত্র
সহ বিভিনড়ব পণ্যের পসরা বসে এ মেলায়, যার কারণে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস