Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৯নং কান্দি ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম, আপনার শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন। নিয়মিত ইউপি কর পরিশোধ করুন। “ধন্যবাদ”


প্রখ্যাত ব্যক্তিত্ব

ডা. ইসমাইল খাঁনের সংক্ষিপ্ত পরিচিতি
উত্তরবঙ্গের কৃতিসন্তান একনিষ্ঠ হোমিওপ্যাথ, স্বনামধন্য
মরহুম ডাঃ ইসমাইল খাঁন পূর্ব আকাশের উজ্জ্বল জ্যোতির মত ইংরেজি ১৯০৪ সালের ১৭ নভেম্বর রংপুর জেলার পীরগাছা থানার অন্তর্গত কান্দিরহাটের নিজপাড়া গ্রামের সম্ভ্রান্তÍ খাঁন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম এনাছ উদ্দিন খাঁন। ক্সশশবে তিনি নিজপাড়া কান্দিরহাটে প্রাইমারী পর্যায়ের লেখাপড়া শেষ করে
রংপুর সদরের ক্সকলাশরঞ্জন হাই ¯‥ুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ কলেজ বর্তমান কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ হতে কৃতিত্বের সহিত আই.এ পরীক্ষায় উত্তীর্ণ হন।
সাধারণ উচ্চ শিক্ষার আকাঙ্খা পরিত্যাগ করে পীড়িত মানবতার সেবায় উজ্জীবিত হয়ে সহজ সরল সত্যের সন্ধানে পাক-ভারত বাংলা উপমহাদেশের তৎকালীন অবিভক্ত বাংলার রাজধানী কলিকাতা মহানগরীতে গমন করেন এবং সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের বিদ্যাপীঠ এশিয়ার সর্বশ্রেষ্ঠ “এলেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ"-এ ভর্তি হন।
সেখান হতে সুদীর্ঘ চার বৎসর অধ্যায়ন করে ১৯২৯ সালে বিএইচএমএস ডিগ্রি প্রাপ্ত হয়ে দুঃস্থ মানবতার সেবায় প্রথমে নিজ গ্রামেই চিকিৎসা পেশায় আত্মোৎসর্গ করেন। হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে নিবেদিত প্রাণ মরহুম ডাঃ ইসমাইল খাঁন হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির উনড়বতি ও উৎকর্ষতার জন্য বাস্তবধর্মী উপায়ে কি করে আরো উনড়বতি করা যায় সে উদ্দেশ্যে নিজ গ্রাম ছেড়ে রংপুর শহরে এসে চিকিৎসা সেবা আরম্ভ করেন। সেখান হতেই তাঁর কর্মময় জীবন শুরু হয়।
অল্প দিনের মধ্যেই রংপুর জেলা তথা সমগ্র উত্তরবঙ্গে তার সর্বত্র হোমিওপ্যাথিক চিকিৎসার কৃতিত্ত্ব ছড়িয়ে পড়ে। মরহুম ডাঃ ইসমাইল খাঁন নিজ উদ্যোগে রংপুর জেলা হোমিওপ্যাথিক এসোসিয়েশন এবং শহরের হোমিওপ্যাথিক সমমনা খ্যাতনামা ব্যক্তিবর্গের সহানুভূতি ও সাহায্যে ১৯৫৮ সালের ১ জুলাই “রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে" পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী ৪ বৎসরের পাঠ্যানুμমে বর্তমান “রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল" স্থাপন করেন । পরবর্তীতে তিনি তার নিজ হাতে গড়া রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে আরও উনড়বতি সাধন করে একপূর্ণ বাস্তবধর্মী কলেজে পরিণত করার উদ্দেশ্যে রংপুর শহরের জে.এন.সি রোডে “রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল" গড়ে তোলেন।